15 49.0138 8.38624 arrow 0 both 0 4000 1 0 horizontal https://bjingm.org 300 4000 - 0

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবনকে বিপর্যস্ত করে ফেলেছে।-অধ্যাপক মুজিবুর রহমান

ভারপ্রাপ্ত আমীরে জামায়াত অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, দেশ আজ সিন্ডিকেটের কবলে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবনকে বিপর্যস্ত করে ফেলেছে। বাজার নিয়ন্ত্রনে সরকার আজ চরম ভাবে ব্যর্থ। তিনি আরো বলেন, সরকার বিরোধী নেতা কর্মীদের গুম-খুনের মাধ্যমে এক নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে । আইনশৃ্খংলা বাহিনীকে সরকার তাদের অন্যায় কাজে ব্যাবহার করে আন্তর্জাতিক পরিমন্ডলে দেশকে হেয় করেছে।এটা জাতি হিসেবে আমাদের জন্য দু:খজনক।

রবিবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার উদ্যোগে জেলা আমীর অধ্যাপক আব্দুল মতিন এর সভাপতিত্বে ও জেলা সেক্রেটারী সাইফুল ইসলাম শহীদের সঞ্চালনায় সম্মেলনে ভার্চুয়াল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।

তিনি জামায়াত কর্মীদের উদ্দেশ্যে আরো বলেন, জামায়াত কর্মীদের অন্যায়ের কাছে মাথা নত করলে চলবেনা। আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর সাথে শিরক করা যাবেনা। আল্লাহর আইন বাস্তবায়নে ব্যাপক দাওয়াতী কাজ করতে হবে। কোরআন হাদীস বেশী বেশী পড়তে হবে। আল্লাহর পথে ব্যয় করতে হবে। ব্যাপক সালাম দিতে হবে। লোকদের খাওয়ানো এবং শেষ রাতে উঠে আল্লাহর কাছে চাইতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল মাওলানা এটি এম মাসুম বলেন, সমাজকে গুমরাহীর পথ থেকে রক্ষা করতে জামায়াত কর্মীদের কাজ করতে হবে।মানুষের বিপদের সময় তাদের পাশে থাকতে হবে। পাড়া মহল্লায় জামায়াতের সংগঠনকে বিস্তৃত করতে হবে। ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হওয়ার মাধ্যমেই জান্নাত পাওয়া সহজ। আল্লাহর সকল হুকুম মেনে চললেই সফলতার মঞ্জিলে যাওয়া সম্ভব।

কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা – নোয়াখালী অঞ্চলের টীম সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও কুমিল্লা-৫ আসনের জামায়াত মনোনীত এম.পি প্রার্থী ড. মোবারক হোসাইন