15 49.0138 8.38624 arrow 0 both 0 4000 1 0 horizontal https://bjingm.org 300 4000 - 0

দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদেরকে যথাযথভাবে আত্মনিয়োগ করাই হচ্ছে মহরমের মূল শিক্ষা

বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী শাখার অন্যতম থানা শাখা নারায়ণগঞ্জ উত্তর থানার উদ্যোগে মহরমের তাৎপর্য ও শিক্ষা বিষয়ক আলোচনা সভা গতকাল বিকেলে থানার এক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মহানগরীর শূরা ও কর্মপরিষদ সদস্য ও থানা আমীর জনাব জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদের অন্যতম সদস্য এবং নারায়ণগঞ্জ মহানগরীর সম্মানীত আমীর জনাব মাওলানা মাইনুদ্দিন আহমাদ।প্রধান অতিথির বক্তব্যে জনাব মাওলানা মঈন উদ্দিন আহমেদ বলেন,হিজরী বর্ষের প্রথম মাস মহররম মাস। এই মাস সকল মুসলমানের নিকট অত্যন্ত গুরুত্বপূর্ণ ।এই মাসে আল্লাহ সুবহানু তায়ালার অসংখ্য নিদর্শন রয়েছে যা আশুরা মহররম মাসের ১০ তারিখে সংঘটিত হয়।অনেক ঘটনা উল্লেখ থাকলেও হযরত ইউনুস আলাইহিস সাল্লাম এর মাছের পেটে অবস্থান এবং তা থেকে আল্লাহর মেহেরবানীতে মুক্তি লাভ , হযরত মুসা আলাই সাল্লাম লোহিত সাগর পাড়ি দিয়ে আল্লাহর মেহেরবানীতে ফেরাউনের ষড়যন্ত্র থেকে মুক্তি লাভ এবং ফেরাউন কে আল্লাহ রব্বুল আলামীন লোহিত সাগরে ডুবিয়ে মারার ঘটনা, নুহ আলাই সাল্লাম এর নৌকা যুদি পাহাড়ে পর্যন্ত যাওয়ার ঘটনা ও প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাহু সালাম এর প্রিয় দৌহিত্র ইমাম হোসেনের কারবালার ময়দানের শহীদ হওয়ার ঘটনা বিশেষভাবে উল্লেখযোগ্য।এই সকল ঘটনায় আমাদের জন্য বিশেষ করে মুসলমানদের জন্য যে শিক্ষা তা হল সকলকে আল্লাহর অগাধ বিশ্বাস রেখে আল্লাহর যাবতীয় হুকুম পালনে রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর দেখানো পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে পরকালীন কল্যাণের জন্য কাজ করা বিশেষ করে দ্বীন প্রতিষ্ঠার সংগ্রামে নিজেদেরকে যথাযথভাবে আত্মনিয়োগ করাই হচ্ছে এই দিবসের মূল শিক্ষা।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ্ব মনির হোসাইন, আশরাফুল ইসলাম টিটু আবু মুবিন প্রমুখ।