15 49.0138 8.38624 arrow 0 both 0 4000 1 0 horizontal https://bjingm.org 300 4000 - 0
সর্বশেষ সংবাদ
আমাদের প্রকাশনী

দ্বীনের পথে আগত সকল বাঁধা উপেক্ষা করে মাওলানা মামুনুল হককে অবিচল থাকার আহবান জামায়াত আমীরের

শায়খুল হাদীস আল্লামা আজিজুল হক(রহ) এর সুযোগ্য পুত্র এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে দ্বীনের আগত সকল বাঁধা উপেক্ষা করে অবিচল থাকার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর ডাঃ শফিকুর রহমান। এছাড়া মাওলানা মামুনুল হকের যেকোন ন্যায়সঙ্গত ও দ্বীনি কর্মকান্ডে নিজের সর্মথনের কথা ও জানান ডাঃ শফিক। তিনি আজ সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে মাওলানা মামুনুল হকের প্রতি এই আহবান জানান।

 

তিনি বলেন ‘’যেকোন ন্যায়সঙ্গত ও দ্বীনি কর্মকাণ্ডে আপনার জন্য আমাদের শুভ কামনা। দ্বীনের পথে যারাই চলতে চান তাদেরকে বাধাঁর পাহাড় ডিঙাতেই হবে। দ্বীনের পথে অবিচল থাকুন, মহান আল্লাহর উপর ভরসা রাখুন।’’