দৈনিক ইত্তেফাক নারায়ণগঞ্জ এর ফটো সাংবাদিক রেহেনা আক্তারের মৃত্যুতে মহানগরী জামায়াত আমিরের শোক
দৈনিক ইত্তেফাকের নারায়ণগঞ্জের ফটোসাংবাদিক রেহানা আক্তার গত ২৯ জুন সকাল ১০ টায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মৃত্যুতে শোক এবং সমবেদনা প্রকাশ করে এক বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর জনাব মাওলানা মঈনউদ্দিন আহমাদ। বিবৃতিতে তিনি বলেন, ফটো সাংবাদিকরা অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে সমাজের সামনে ঘটনার সঠিক চিত্র তুলে ধরেন। দৈনিক ইত্তেফাকের নারায়ণগঞ্জের ফটোসাংবাদিক রেহানা আক্তার নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করে গিয়েছেন। তার মৃত্যুতে যে শূন্যতার সৃষ্টি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। তার মৃত্যুতে নারায়ণগঞ্জের সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আমরা দোয়া করি আল্লাহ যেন তার দোষ গুলো ক্ষমা করে তাকে জান্নাত নসিব করেন। সাথে সাথে তার পরিবারের সদস্যদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন।