15 49.0138 8.38624 arrow 0 both 0 4000 1 0 horizontal https://bjingm.org 300 4000 - 0
সর্বশেষ সংবাদ
আমাদের প্রকাশনী

দেশের সার্বভৌমত্ব, ভোট ও ভাতের অধিকার রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ ভুমিকা পালন করতে হবে: মাওলানা আবদুল হালিম

২৯ অক্টোবর,শনিবার সকাল ৬.০০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলার জলঢাকা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা কর্মী সম্মেলন-২০২২ ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়।

জলঢাকা উপজেলা আমীর প্রভাষক মোঃ ছাদের হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি মোঃ কামারুজ্জামানের পরিচালনায় কর্মী সম্মেলনের প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম , বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নীলফামারী জেলা আমীর মুহাম্মদ আব্দুর রশিদ, জেলা নায়েবে আমীর ডঃ মোঃ খায়রুল আনাম, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য প্রভাষক আব্দুল কাদিম, উপজেলা নায়েবে আমীর মোঃ মোকলেছুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি পরিপূর্ণ ইসলামী আন্দোলন। আল্লাহ তায়ালাকে খুশি করার জন্য, যে কাজটি করলে আল্লাহ তায়ালা খুশি হবেন, আখিরাতের সফলতা অনিবার্য, ঈমানের দাবী পরিপূর্ণ হবে সেই টার্গেটই আমরা আমাদের এ প্রিয় আন্দোলন জামায়াতে ইসলামীতে সামিল হয়েছি। আখিরাতের ও পরকালীন সাফল্য অর্জনের টার্গেট নিয়ে আমরা এ প্রিয় আন্দোলনে শরিক হয়েছি। এজন্যই মৃত্যু পর্যন্ত এ আন্দোলনের কাজ চালিয়ে যেতে হবে। কারন আমাদের ঈমানের দাবী হলো ইকামাতে দ্বীন।”

মাওলানা আবদুল হালিম বলেন,“ ইসলামী আন্দোলনের একজন কর্মী হিসেবে আমাদের আমল-আখলাক,আচরণ ও চরিত্রে পরিবর্তন আনতে হবে। আমাদের হতে হবে আল্লাহর দ্বীনের মুজাহিদ। কর্মী হিসেবে ৫টি গুণ ধারণ করে ও হক আদায় করে কাজ করতে হবে।”

মাওলানা আবদুল হালিম আরোও বলেন,“ আগামী দিনে এ জালিম সরকার থেকে দেশ রক্ষা,মানুষ রক্ষা, দ্বীন রক্ষা, আলেম ওলামাদের রক্ষা,দেশের সার্বভৌমত্ব রক্ষা, ভোট ও ভাতের অধিকার রক্ষায় আমরা যেন ঐক্যবদ্ধ ভুমিকা পালন করতে পারি। এ জলঢাকা উপজেলা যেন কাংখিত ভুমিকা পালন করতে পারে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এ আবেগ, আমাদের এ আবেদন, আমাদের এ নিয়তকে কবুল করুক।

সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জলঢাকা উপজেলার সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোয়াম্মার আল হাসান, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মোজাম্মেল হোসেন, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য প্রভাষক মুজাহিদ মাসুম সহ নেতৃবৃন্দ।