দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নারী ও শিশুসহ হতাহতের ঘটনায় জামায়াতের কেন্দ্রীয় আমীরের গভীর শোক প্রকাশ
৯ সেপ্টেম্বর দেশের ৩টি স্থানে দুর্ঘটনায় ১৮ জন নারী ও শিশু নিহত এবং ১০ জন লোক আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৯ সেপ্টেম্বর এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, “আজ বুধবার সকালে সুনামগঞ্জের মধ্যনগর এলাকা থেকে দুটি ট্রলার একসাথে ছেড়ে আসে। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোমাই নদীতে পৌঁছালে ট্রলার দুটি পরস্পরের সাথে ধাক্কা লেগে একটি ট্রলার ডুবে যায়। এ মর্মান্তিক দুর্ঘটনায় ১১ জন নারী ও শিশুর লাশ উদ্ধার করা হয়েছে এবং এখনো ২০-২৫ জন লোক নিখোঁজ রয়েছেন। অপরদিকে ৯ সেপ্টেম্বর বুধবার দুপুরে বরিশাল-ঢাকা মহাসড়কে উজিরপুর উপজেলার আটিপাড়া রাস্তার মাথা এলাকায় বাস-কভার্ডভ্যান ও অ্যাম্বুলেন্সেরে ত্রিমুখি সংঘর্ষে ৬ জন এবং বুধবার বিকাল সাড়ে ৪টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুর সিটি করপোরেশনের নগপাড়া এলাকায় যাত্রীবাহী বাসের সাথে একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাসের এক হেলপার নিহত হয়েছেন ও আরো ১০ জন যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন।
মর্মান্তিক এই ৩টি দুর্ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি। এ সকল দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন আমি তাদের রূহের মাগফিরাত কামনা করছি ও আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি এবং মহান আল্লাহর নিকট দোয়া করছি, তিনি যেন নিহতদের জান্নাতবাসী করেন এবং আহতদের দ্রুত আরোগ্য দান করেন। সেই সাথে নিহত ও আহতদের শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
দুর্ঘটনায় যারা নিখোঁজ রয়েছেন তাদের উদ্ধারে যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং এ সকল দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি এবং জামায়াতে ইসলামীর নেতা ও কর্মীদেরকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানের জন্য আহবান জানাচ্ছি।”