15 49.0138 8.38624 arrow 0 both 0 4000 1 0 horizontal https://bjingm.org 300 4000 - 0
সর্বশেষ সংবাদ
আমাদের প্রকাশনী

দখলদার ইসরাইল কর্তৃক ইব্রাহিম (আঃ) মসজিদ বন্ধ করে দেয়ার ঘটনার নিন্দা জামায়াতের কেন্দ্রীয় আমীরের

দখলদার ইসরাইল কর্তৃক ইব্রাহিম (আঃ) মসজিদ বন্ধ করে দেয়ার ঘটনার নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান ২৪ সেপ্টেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “দখলদার ইসরাইল সম্প্রতি একটি সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পালনকে কেন্দ্র করে ফিলিস্তিনের পশ্চিম তীরে অবস্থিত হযরত ইব্রাহিম (আঃ) মসজিদটি বন্ধ করে দিয়েছে। মসজিদটিতে নামাজ আদায় বন্ধ রয়েছে। মসজিদটি মুসলমানদের নিকট খুবই গুরুত্বপূর্ণ ও সম্মানিত। এই মসজিদের পাশে হযরত ইব্রাহিম (আঃ), হযরত ইসহাক (আঃ), হযরত ইয়াকুব (আঃ) ও হযরত ইউসুফ (আঃ) এর কবর রয়েছে। কয়েক দিন পূর্বেও ইসরাইল জেরুজালেমে একটি মসজিদ বন্ধ করে দিয়েছে। এভাবে একের পর এক মসজিদ বন্ধ করে দেয়া ধর্মীয় স্বাধীনতা ও অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন।

আমরা মসজিদ বন্ধ করে দেয়ার ঘটনার নিন্দা জানাচ্ছি। সেই সাথে দখলদার ইসরাইলের সকল অনৈতিক কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমরা মুসলিম বিশ্ব ও বিশ্বের শান্তিকামী জনতার প্রতি আহবান জানাচ্ছি।”