15 49.0138 8.38624 arrow 0 both 0 4000 1 0 horizontal https://bjingm.org 300 4000 - 0

থানা আইটি সম্পাদকদের নিয়ে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের উদ্যোগে আই সি টি কর্মশালা অনুষ্ঠিত

তথ্য একটি অবাধ প্রবাহ ও প্রযুক্তির এই উৎকর্ষতার যুগে নিজেকে যোগ্য করে গড়ে তোলার কোনো বিকল্প নেই। কর্মশালায় সভাপতির বক্তব্যে নগর তথ্য ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী এম হোসাইন ফারুক এসব কথা বলেন। আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী কর্তৃক আয়োজিত আই সি টি কর্মশালায় দশটি থানার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মশালায় বক্তরা বলেন “আধুনিক এই যুগের একান্ত দাবী হলো জ্ঞান ও বিজ্ঞানের নৈতিকতার সমন্বয়। তাই আজ সময় হয়েছে প্রয়োজন মতো নিজেকে তৈরী করে ইসলাম ও নৈতিকতা বোধের প্রচারে তথ্য ও প্রযুক্তির সর্বোচ্চ ও সর্বোত্তম ব্যবহার।” তাই সবাইকে তথ্য ও প্রযুক্তিকে ব্যবহারের নিমিত্তে নিজেদের উপযুক্ত করে গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করা হয়।