15 49.0138 8.38624 arrow 0 both 0 4000 1 0 horizontal https://bjingm.org 300 4000 - 0

তুরস্কে ভুমিকম্পে বিপুল সংখ্যক লোক নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ

তুরস্কের ইজমির প্রদেশে ভুমিকম্পে বিপুল সংখ্যক লোক নিহত হওয়ায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান আজ ৩১ অক্টোবর এক শোকবার্তা প্রদান করেছেন।

শোকবার্তায় তিনি বলেন, “৩০ অক্টোবর তুরস্কের ইজমির প্রদেশে শক্তিশালী এক ভুমিকম্পে ২৪ লোক নিহত ও ৮ শতাধিক লোক আহত হয়েছেন। এছাড়া ঘর-বাড়ি বিধ্বস্ত হয়ে তুরস্কের জনগণের সম্পদ ও অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি সংঘটিত হয়েছে। ভুমিকম্পে যারা নিহত হয়েছেন আমরা তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি এবং তুরস্কের সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আমরা আশা প্রকাশ করছি তুরস্কের সরকার ও জনগণ খুব দ্রুতই এ শোক ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন।

ভুমিকম্পে যারা নিহত হয়েছেন মহান আল্লাহ তায়ালা তাদেরকে ক্ষমা করে দিন এবং তাদেরকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন।”