ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এমাজ উদ্দীন আহমদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও বরেণ্য রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ড. এমাজ উদ্দীন আহমদের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ১৭ জুলাই এক শোকবাণী দিয়েছেন।
শোকবাণীতে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও বুদ্ধিজীবী অধ্যাপক ড. এমাজ উদ্দীন আহমদ আজ ১৭ জুলাই সকালে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে ইন্তিকাল করেছেন। একজন খ্যাতিমান রাষ্ট্রবিজ্ঞানী হিসেবে তিনি সমধিক পরিচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালনের পাশাপাশি দেশে শিক্ষার বিকাশে তার অনেক গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বাংলাদেশে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় তিনি আজীবন সংগ্রাম করেছেন। তার ইন্তিকালে জাতি একজন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও বুদ্ধিজীবীকে হারালো। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামীন তার জীবনের ভালো কাজগুলো কবুল করুন এবং তাকে উত্তম বদলা দান করুন। তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
তার ইন্তিকালে জাতি একজন বিজ্ঞ রাজনীতিবিদকে হারালো। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও দেশের রাজনীতিতে তার অনেক অবদান রয়েছে। তিনি বন ও পরিবেশ মন্ত্রী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।