15 49.0138 8.38624 arrow 0 both 0 4000 1 0 horizontal https://bjingm.org 300 4000 - 0

ডিএমপি কমিশনার আমীরে জামায়াত সম্পর্কে বিভ্রান্তিকরবক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ -মাওলানা এটিএম মা’ছুম

১৭ ডিসেম্বর ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) খন্দকার গোলাম ফারুক সংবাদ মাধ্যমে জামায়াতে ইসলামীর আমীর সম্পর্কে যে বিভ্রান্তিকর বক্তব্য প্রদান করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ১৮ ডিসেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে তিনি বলেন, “১৭ ডিসেম্বর ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) খন্দকার গোলাম ফারুক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান সম্পর্কে যে বক্তব্য প্রদান করেছেন তা সম্পূর্ণ বাস্তবতা বিবর্জিত এবং ষড়যন্ত্রমূলক। তদন্ত চলাবস্থায় কোনো পুলিশ কর্মকর্তা কোনো তদন্তাধীন মামলার বিষয়ে কোনো মন্তব্য করতে পারেন না। এ ধরনের বক্তব্য অনৈতিক ও বেআইনী। আমরা তার এ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে তিনি আরো বলেন, আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান একজন সমাজসেবী, মানবদরদী ও জনকল্যাণমূলক কর্ম বান্ধব ব্যক্তিত্ব। তাঁর ছাত্র ও কর্মজীবন উভয়ই সিলেটে কেটেছে। সিলেটের লাখো মানুষ সাক্ষী ডাঃ শফিকুর রহমান একজন ধর্মভীরু ও শান্তিপ্রিয় মানুষ। তিনি ছাত্র ও কর্মজীবনে গণতান্ত্রিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত। তাঁর বিরুদ্ধে জ/ঙ্গিবাদে সমর্থন ও অর্থায়নের যে অপবাদ দেয়া হয়েছে, তা নিতান্তই দূরভিসন্ধিমূলক। যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে ১০ দফা কর্মসূচির ভিত্তিতে গণতান্ত্রিক আন্দোলনের আহবান জানানোর পরই সরকার তাঁকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে। রাষ্ট্রের সেবক হিসেবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বে নিয়োজিত থেকে একজন জাতীয় নেতার ব্যাপারে সম্মানিত পুলিশ কমিশনার যে বক্তব্য প্রদান করেছেন, তা তার পদ, দায়িত্ব ও মর্যাদার সাথে সঙ্গতিপূর্ণ নয়। প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত একজন ব্যক্তির জামায়াতের আমীর সম্পর্কে এ ধরনের বক্তব্য প্রদান খুবই দুঃখজনক।

আমরা এ ধরনের বক্তব্য প্রদান করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহবান জানাচ্ছি।”