জুমা’আর ফজীলত
যে ব্যক্তি জুম’আর দিন নিম্নোক্ত কাজগুলো করবে-
১. গোসল করে জুম’আর উদ্দেশ্য মাসজিদে আসে
২. সাধ্যমত নফল নামাজ পড়ে
৩. ইমামের খুতবা শেষ হওয়া পর্যন্ত চুপ থাকে
৪. খুতবা শেষে ইমামের সাথে নামাজ আদায় করে
তাঁর জন্য পুরস্কার হচ্ছে – ” তাঁর মোট দশ দিনের গুনাহ মাফ করে দেওয়া হবে।”