15 49.0138 8.38624 arrow 0 both 0 4000 1 0 horizontal https://bjingm.org 300 4000 - 0

জাহানারা কাদেরের ইন্তিকালে আমীরে জামায়াতের গভীর শোক প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা শাখার মহিলা সদস্য (রুকন) ও নারায়ণগঞ্জ জেলা শাখার সাবেক আমীর এ্যাডভোকেট আবদুল কাদের মিয়ার সহধর্মিনী এবং নারায়ণগঞ্জ জর্জ কোর্টের বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট রফিকুল ইসলাম তুহিনের মাতা জাহানারা কাদের ৭ জানুয়ারি বিকাল ৪টায় দীর্ঘদিন রোগভোগের পর ৮০ বছর বয়সে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্বামী ও ১ পুত্রসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। ৮ জানুয়ারি সকাল ৯টায় জানাযা শেষে তাকে মাসদাইর কবরস্থানে দাফন করা হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নারায়ণগঞ্জ মহানগরী শাখার আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ, নারায়ণগঞ্জ জেলা শাখার আমীর জনাব মুমিনুল হক, স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ এবং নারায়ণগঞ্জ জজ কোর্টের বহু আইনজীবীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ জানাযায় শরীক হন।

শোকবাণী

জাহানারা কাদেরের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ৯ জানুয়ারি ২০২১ এক শোকবাণী প্রদান করেছেন।

শোকবাণীতে তিনি বলেন, জাহানারা কাদেরের ইন্তিকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিত প্রাণ দাঈ বোনকে হারালাম। আমি তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। তিনি মহিলাঙ্গণে ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখে গিয়েছেন। তিনি সংগঠনের সকল কাজ যথাযথভাবে আঞ্জাম দেয়ার চেষ্টা করতেন। মহান আল্লাহ রাব্বুল আলামীন তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।

অপর এক যুক্ত শোকবাণীতে নারায়ণগঞ্জ মহানগরী শাখার আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ ও নারায়ণগঞ্জ জেলা শাখার আমীর জনাব মুমিনুল হক গভীর শোক প্রকাশ করে বলেন, মহিয়সী নারী জাহানারা কাদের দ্বীনের একজন খাদেমা ছিলেন। তিনি ইসলামী আন্দোলনের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন এবং তিনি সর্বাবস্থায় আন্দোলনের কাজকে অগ্রাধিকার দিতেন। আমরা তার ইন্তিকালে গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ তায়ালা তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন।