15 49.0138 8.38624 arrow 0 both 0 4000 1 0 horizontal https://bjingm.org 300 4000 - 0
সর্বশেষ সংবাদ
আমাদের প্রকাশনী

জামায়াত নেতা মাহবু্ব আলমের মৃত্যুতে নগর ভারপ্রাপ্ত আমীরের শোক

নারায়ণগঞ্জ মহানগরীর বন্দর দক্ষিণ থানার থানার মহিলা বিভাগীয় সহকারী সেক্রেটারী নাহিদা আক্তারের স্বামী ও বন্দর দক্ষিণ সাংগঠনিক থানার শূরা ও কর্মপরিষদ সদস্য জনাব মাওলানা মাহবুব আলম(৫২) গতরাত ১২ টার সময় আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সহ বহু গুনগ্রাহী রেখে গেছে।
জামায়াত নেতা মাহবুব আলমের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে আজ সকালে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরী শাখার ভারপ্রাপ্ত আমীর ও কেন্দ্রীয় মজলিস শূরার সদস্য মাওলানা আবু রাকিব। জনাব আবু রাকিব মহান রাব্বুল আলামীনের কাছে মরহুমের সকল ভুল ক্ষমা করে দিয়ে ভালো কাজ কবুল করে অনন্ত কালের সওয়াল জওয়াব সহজ তাঁর সাহায্য কামনা করেন। পাশাপাশি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। মরহুমের মাহবুবের নামাজে জানাজা আজ সকাল ১০.০০ ঘটিকায় সালেহনগর জামে মসজিদে অনুষ্ঠিত হয় । মরহুমের নামাজের জানাজায় বন্দর দক্ষিণ থানার আমির ও নগর মজলিশে শুরা সদস্য মাওলানা শেখ ফজলুল হাই , কাজী রেদওয়ানুল হক মামুন সহ থানার অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।