জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধশালী দেশে পরিণত করতে চায়-মিয়া গোলাম পরওয়ার
সংগঠনের সদস্য (রুকন) মানে যিনি আল্লাহর সাথে করা বেচা-কেনার চুক্তি মৃত্যু পর্যন্ত লালন করে এবং নিজের জীবনের সবকিছু আল্লাহর কাছে বিলীন করে দিয়ে সব ধরনের পরীক্ষাকে নিজের জীবনের পরীক্ষা হিসেবেই গ্রহণ করে।
৮ আগস্ট সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে ভার্চুয়ালী অনুষ্ঠিত সদস্য (রুকন) সম্মেলন-২০২১ এ প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার উপরোক্ত কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরো বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধশালী দেশে পরিণত করতে চায়। আর এ জন্য সংগঠনের সদস্যদেরই প্রধান ভূমিকা পালন করতে হবে। নিজেদের যথাযথ মানোন্নয়ন করতে পারলেই আমরা ইসলামী সমাজ কায়েমের দিকে এগিয়ে যেতে পারবো, ইনশাআল্লাহ। সাথে সাথে আমরা পরকালীন মুক্তিও পাবো।
তিনি বলেন, যারা রুকনিয়াতের বাইয়াত নিয়েছেন, তাদের জন্য মহান রবের পক্ষ থেকে সুসংবাদ রয়েছে। করোনার প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, করোনায় যারা ইন্তিকাল করেছেন, যারা আক্রান্ত হয়েছেন, আমি সকলের প্রতি সহানুভূতি প্রকাশ করছি। তিনি করোনা থেকে মুক্তির জন্য মহান আল্লাহর নিকট দোয়া করেন এবং করোনা রোধকল্পে নিজেদের টিকা গ্রহণ ও অন্যদের টিকা গ্রহণে সহযোগিতা করার জন্য সদস্যদের প্রতি আহবান জানান।
সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম তাঁর আলোচনায় সংগঠনের ইতিহাস-ঐতিহ্যের আলোকে পূর্বসুরিদের বিভিন্ন শিক্ষামূলক ঘটনা তুলে ধরেন এবং সদস্যদের দায়িত্ব, দায়িত্বানুভূতি এবং কর্তব্যনিষ্ঠা সম্পর্কে কুরআন-হাদীসের রেফারেন্স পেশ করে আলোচনা করেন। তিনি সদস্যদেরকে তাদের ‘শপথ’ এর দাবির কথা স্মরণ করিয়ে দেন এবং তা যথাযথভাবে রক্ষা করার আহবান জানান।
সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন। দারসুল হাদীস পেশ করেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। বক্তব্য পেশ করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল ও পঞ্চগড় জেলার সাবেক আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা আবদুল খালেক।
সভাপতির বক্তব্যে জেলা আমীর অধ্যাপক ইকবাল হোসাইন কাজের ষান্মাসিক রিপোর্টের নিরিখে বাকি সময়ের মধ্যে বার্ষিক পরিকল্পনা বাস্তবায়ন করার আহবান জানান।