15 49.0138 8.38624 arrow 0 both 0 4000 1 0 horizontal https://bjingm.org 300 4000 - 0
সর্বশেষ সংবাদ
আমাদের প্রকাশনী

জামায়াতে ইসলামী বন্দর (দক্ষিণ) থানার উদ্যোগে মাসব্যাপী বিভিন্ন ওয়ার্ডে (১৯, ২০,২১) শীতবস্ত্র বিতরণ….

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জামায়াতে ইসলামী, বন্দর (দক্ষিণ) থানা বিভিন্ন ওয়ার্ডে(১৯,২০,২১) শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করে। এসব কম্বল বিতরণ অনুষ্ঠান গুলোতে বন্দর (দক্ষিণ) থানার আমীর ও মহানগরীর মজলিসে শূরার সদস্য শেখ ফজলুল হাই জাফরির সভাপতিত্বে ও থানা সেক্রেটারী কাজী রেদোয়ানুল হক মামুনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকেছেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা মাঈনুদ্দীন আহমদ, কেন্দ্রীয় মজলিসে মজলিসে শূরার সদস্য ও মহানগরী জামায়াতের সেক্রেটারী মাওলানা আবু রাকিব ও মহানগরীর কর্মপরিষদ সদস্য এড.মাঈনুদ্দীন মিয়া। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা এই শীতে শীতার্ত মানুষের পাশে সকলকে এগিয়ে আসার উদ্বাত্ত আহবান জানান। গণমানুষের সংগঠন হিসেবে জামায়াতে ইসলামী বরাবরের মত অসহায় ও অধিকার বঞ্চিত মানুষের পাশে থাকবে বলে বক্তরা অঙ্গীকার ব্যক্ত করেন।