জামায়াতের নিবন্ধন বাতিল করা সংক্রান্ত প্রকাশিত মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ
দুয়েকটি জাতীয় পত্রিকার অনলাইন ভার্সনে ‘জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করা হয়েছে’ মর্মে যে খবর প্রচার করা হয়েছে তার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মতিউর রহমান আকন্দ ২৬ অক্টোবর নিম্নোক্ত বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, “দুয়েকটি জাতীয় পত্রিকার অনলাইন ভার্সনে ‘জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করার’ যে তথ্য প্রচার করা হয়েছে তা সঠিক নয়। জামায়াতে ইসলামীর নিবন্ধন মামলাটি দেশের সর্বোচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। বিচারাধীন থাকাবস্থায় ‘জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল’ বলা সম্পূর্ণ অন্যায়, অযৌক্তিক ও বেআইনী। জামায়াতে ইসলামীকে অবৈধ ঘোষণা করার কথা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
বিবৃতিতে তিনি আরো বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি বৈধ রাজনৈতিক দল। নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় জামায়াতে ইসলামী তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ দলটিকে অবৈধ বলা সত্যের অপলাপ ছাড়া আর কিছু নয়। আমরা প্রকাশিত এ সব সংবাদের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এ ধরনের অসত্য তথ্য প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি।”