জামায়াতের আমীর ডাঃ শফিকের করোনা পজেটিভঃ দেশবাসীর কাছে দোয়ার আবেদন
![](https://bjingm.org/wp-content/uploads/2020/09/আমীরে-জামায়াত-768x768.jpg)
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডাঃ শফিকুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি কিছুক্ষণ আগে তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে নিজের করোনা আক্রান্তের সংবাদ দিয়ে দলীয় নেতা-কর্মী সহ দেশবাসীর কাছে দোয়ার আবেদন করেছেন।
তিনি বলেন ‘’গত ৮ দিন ধরে শরীরে সামান্য পরিবর্তন লক্ষ্য করছিলাম। গতকাল কভিড-১৯ টেস্টের জন্য সেম্পল দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আজ টেস্টের রেজাল্ট পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তা’য়ালার ইচ্ছায় তা পজেটিভ এসেছে। আল্লাহ তা’য়ালার কাছে আরজ করি, এটি যেন আমার গুনাহ-খাতা থেকে ক্ষমা পাওয়ার উসিলা হয়। আপনাদের সকলের কাছে দোয়া চাই।’’