জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হযরত মাওলানা সালাহউদ্দিনরে মৃত্যুতে নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত আমীরের শোক
বাংলাদেশ জামায়াতে ইসলামী, বন্দর দক্ষিণ থানা আমীর জনাব ফজলুল হাই জাফরির মামা, ঢাকা আলিয়া মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব হযরত মাওলানা সালাহউদ্দিন বার্ধক্যজনিত কারণে আজ বিকাল সাড়ে পাঁচটায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি এক পুত্র তিন কন্যা ও অনেক গুনোগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ তার মৃত্যুতে শোক প্রকাশ করে এক বার্তায় বলেন, আমরা মহান আল্লাহর দরবারে মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি। তিনি বলেন, আল্লাহ যেন তার গুনাহ সমূহ ক্ষমা করে দেন এবং তাকে জান্নাতের উচ্চতম মাকামের বাসিন্দা হিসেবে কবুল করেন। তিনি সকলকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করার আহ্বান জানান।