ছাত্রলীগ এখন দেশের মানুষ ও ছাত্রসমাজের কাছে অভিশাপে পরিণত হয়েছে-সেলিমউদ্দিন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, নিজেদের অবৈধ প্রভাব-প্রতিপত্তি বিস্তারকে কেন্দ্র করে সম্প্রতি ইডেন কলেজের ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষ, নেত্রীদের বিরুদ্ধে চাঁদাবাজী, ভর্তি ও সিটবাণিজ্য, শিক্ষার্থীদের অনৈতিক কাজে বাধ্য করা, ছাত্রী নির্যাতন ও মারধরসহ নানাবিধ কুৎসিত ও মানবতাবিরোধী অপরাধ গোটা জাতিকেই স্তম্ভিত করেছে। এসব ছাত্রলীগের অতি পুরনো অভ্যাস। অতীতে জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা জসিম উদ্দীন মানিক ধর্ষণের সেঞ্চুরী উদযাপন করেছিল। তাই অপশক্তির অপতৎপরতা বন্ধে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি অবিলম্বে ক্যাম্পাসে ছাত্রলীগের তৎপরতা বন্ধের জোর দাবি জানান। অন্যথায় জনগণই এই অপশক্তির বিরুদ্ধে তীব্র গণপ্রতিরোধ গড়ে তুলবে।
তিনি আজ রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত ইডেন মহিলা কলেজসহ সারাদেশে ছাত্রলীগের অপতৎপরতার প্রতিবাদে ও অবিলম্বে এসব বেআইনী কার্যক্রম বন্ধের দাবিতে এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে এসব কথা বলেন। বিক্ষোভ মিছিলটি মহাখালী ক্যান্সার হাসপাতাল থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাবিস্কো মোড়ে সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারি সেক্রেটারি লস্কর মোহাম্মদ তসলিম, মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা ও ডা. ফখরুদ্দীন মানিক, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান, ইয়াছিন আরাফাত ও মাওলানা মুহিব্বুল্লাহ, মহানগরী শূরা সদস্য মেসবাহ উদ্দীন নাঈম,মুহাম্মদ আতাউর রহমান সরকার ও এ্যাডভোকেট ইব্রাহিম খলিল, ছাত্রনেতা জাকির হোসেন, আব্দুল্লাহ আল মামুম, হুমায়ন কবির ও সালাউদ্দীন প্রমূখ।
সেলিম উদ্দিন বলেন, কথিত ছাত্র রাজনীতির নামে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ছাত্রলীগ যা করছে তা কোন রাজনীতি নয় বরং রীতিমত দুর্বৃত্তায়ন। ইডেন কলেজে সিট বাণিজ্য ও অনৈতিক সুবিধা পাওয়ার জন্য যা করা হচ্ছে তা মোটেই ছাত্ররাজনীতি নয় বরং রীতিমত ফৌজদারী অপরাধ। অথচ ক্ষমতাসীনরা এমন অন্যায় কাজগুলোকে ছাত্ররাজনীতি নাম দিয়ে গোটা শিক্ষা ব্যবস্থাকেই ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে। মূলত, ক্ষমতাসীনরা তাদের অবৈধ ক্ষমতা টিকে রাখার জন্য এই অপশক্তিকে সকল প্রকার মদত দিয়ে যাচ্ছে। কিন্তু এসব করে অতীতে কোন গণবিরোধী, স্বৈরাচারি ও অগণতান্ত্রিক শক্তির শেষ রক্ষা হয়নি, আর কখনো হবেও না। তিনি সরকারকে নেতিবাচক রাজনীতি পরিহার করে অবিলম্বে ইতিবাচক রাজনীতিতে ফিরে আসার আহবান জানান। অন্যথায় ইতিহাস তাদেরকে কখনোই ক্ষমা করবে না।
তিনি বলেন, দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানেই ছাত্রলীগ নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে। ইডেন কলেজের ছাত্রীদের দলীয় নেতাদের মনোরঞ্জনের জন্য ব্যবহার করা হচ্ছে। ফলে ক্ষমতাসীনদের প্রতি জনগণের তীব্র ঘৃণার সৃষ্টি হয়েছে। ছাত্রলীগকে তারা চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড, দুর্নীতিসহ অনৈতিক সব কর্মকান্ডে অভ্যস্ত করেছে এবং ক্ষমতায় থাকার মাধ্যম হিসেবে ব্যবহার করছে। এসব অপরাধীদের বিরুদ্ধে তারা কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো তাদেরকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে। সঙ্গত কারণেই ইডেন কলেজসহ সারাদেশে ছাত্রলীগের বেআইনী তৎপরতার দায় ক্ষমতাসীনরা কোন ভাবেই এড়াতে পারে না।
তিনি আরও বলেন, সরকার দেশ পরিচালনায় সার্বিকভাবে ব্যর্থ হয়েছে। তারা দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে জাতীয় অর্থনীতিকে রীতিমত পঙ্গু করে দিয়েছে। তাই এই ব্যর্থ ও লুটেরা সরকারকে জনগণ আর এক মহুর্তও ক্ষমতায় দেখতে চায় না। তাই সরকার পতনের আন্দোলনে আর সময় ক্ষেপন করার সুযোগ নেই বরং অবিলম্বে লিঁয়াজো কমিটি গঠন করে যুগপৎ কর্মসূচি ঘোষণা করতে হবে। জামায়াতে ইসলামী রাজপথে নেমে এসেছে এবং জুলুমবাজ সরকারের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে-ইনশাআল্লাহ। তিনি সরকার পতনের একদফা আন্দোলনে সকলকে রাজপথে নেমে আসার আহবান জানান।
মহানগরী আমীর বলেন, সরকার নিজেদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করাতেই দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করে দিয়েছে। সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনকে সাজানো হয়েছে দলদাস লোকদের দিয়ে। বশংবদ এই কমিশন আগামী নির্বাচনে ইভিএম-এর তেলেসমাতির মাধ্যমে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে চায়। কিন্তু সচেতন জনতা ক্ষমতাসীনদের সে স্বপ্নবিলাস কখনোই বাস্তবায়ন হতে দেবে না। তিনি টালবাহানা পরিহার করে অবিলম্বে কেয়ারটেকার সরকারের হাতে ক্ষমতা দিয়ে জনমত যাচাইয়ের জন্য ক্ষমতাসীনদের প্রতি আহবান জানান। অন্যথায় তাদেরকে লজ্জাজনকভাবে ক্ষমতা থেকে বিদায় নিতে হবে।