গণমিছিল সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ডিএমপি কমিশনারের কার্যালয়ে জামায়াতের প্রতিনিধি দলের লিখিত আবেদন পেশ
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঘোষিত রাজধানীতে ৩০ ডিসেম্বরের গণমিছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের নিকট অনুমতি ও সার্বিক সহযোগিতা কামনা করে স্ব-শরীরে আবেদন পেশ করেন জামায়াতের প্রতিনিধি দল।
২৯ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ে যান। সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের সাবেক সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট সাইফুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে আরো ছিলেন বারের সাবেক সিনিয়র সহ-সভাপতিদ্বয় অ্যাডভোকেট ড. গোলাম রহমান ভূঁইয়া ও অ্যাডভোকেট জালাল উদ্দিন। তারা আনুষ্ঠানিকভাবে চিঠিটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। ডিএমপি কর্তৃপক্ষ তা গ্রহণ করেন।
গণমিছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের নিকট অনুমতি ও সার্বিক সহযোগিতা কামনা করে গত ২৫শে ডিসেম্বর ডিএমপি কমিশনারে নিকট ই-মেইলে আবেদন করেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের অফিস সেক্রেটারি অধ্যাপক মোকাররম হোসাইন খান।