গণমিছিল সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশের কাছে সহযোগিতা কামনা করেছে জামায়াত
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে ১০ দফা দাবি আদায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্র ঘোষিত কর্মসূচীর আলোকে আগামী ৩০শে ডিসেম্বর জুমা’বার বিকাল ৩-৩০ মিনিটে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে গণমিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী।
গণমিছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের নিকট অনুমতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছে জামায়াত। গত ২৫শে ডিসেম্বর ডিএমপির নিকট সার্বিক সহযোগিতা চেয়ে আবেদন করেন ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের অফিস সেক্রেটারি মোকাররম হোসাইন খান।