15 49.0138 8.38624 arrow 0 both 0 4000 1 0 horizontal https://bjingm.org 300 4000 - 0
সর্বশেষ সংবাদ
আমাদের প্রকাশনী

গণমিছিলের অনুমতি নিতে ডিএমপিতে জামায়াতের ৩ সদস্যের প্রতিনিধি দল

আগামীকাল জুমা’বার রাজধানীতে গণ‌মি‌ছিল করার অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএম‌পি) কমিশনারের কাছে আবেদন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ বৃহস্পতিবার সকালে ডিএমপি কমিশনার কার্যালয়ে যায় জামায়াতের প্রতিনিধি দল।
আজ বিকেলে অনুমতির বিষয়ে ডিএমপি কমিশনারকে জানানোর কথা রয়েছে। জামায়াতের একজন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রতিনিধি দলে ছিলেন অ্যাডভোকেট সাইফুর রহমান, অ্যাডভোকেট জালাল উদ্দিন ও অ্যাডভোকেট ড. গোলাম রহমান।
জামায়াতের ওই নেতা বলেন, ‘গণমিছিলের অনুমতির জন্য গত ২৫ ডিসেম্বর অনলাইনে ডিএমপিতে আবেদন করা হয়েছে। এ ছাড়া আজ সকালে ডিএমপি কমিশনার কার্যালয়ে সরাসরি গিয়ে সুপ্রিম কোর্টের তিনজন আইনজীবী জামায়াতের পক্ষ থেকে অনুমোদন চেয়েছেন।’
এর আগে গত রোববার গণমিছিলের বিষয়ে সহযোগিতা চেয়ে অনলাইনের ডিএমপি কমিশনারের কাছে আবেদন করে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত।
আবেদনে বলা হয়েছে, ১০ দফার পক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল শুক্রবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে গণমিছিল করবে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দ‌ক্ষিণ। গণমিছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করতে ডিএমপির অনুমতি ও সার্বিক সহযোগিতা চায় জামায়াত।