গণদাবির পরেও নারায়ণগঞ্জে আই সি ইউ স্থাপন না করায় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের উদ্বেগ
বাংলাদেশের করোনা শনাক্তের প্রথম শহর নারায়ণগঞ্জ। বর্তমানেও নারায়ণগঞ্জ শহর করোনা শনাক্তের রেড জোন হিসেবে চিহ্নিত। প্রতিদিন এখানে করোনা রোগী শনাক্ত হচ্ছে এবং মারাও যাচ্ছে। অন্যান্য শহরের তুলনায় নারায়ণগঞ্জে করোনা সনাক্তের হার অনেক বেশি।এ অবস্থায় নারায়ণগঞ্জের গণমানুষের দাবি ছিল নারায়ণগঞ্জের ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আইসিইউ স্থাপন। প্রশাসনের আশ্বাস সত্ত্বেও অদ্যাবধি নারায়ণগঞ্জে আই সি ইউ স্থাপন না করায় নারায়ণগঞ্জ জামায়াত মহানগরের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং অতিসত্বর এখানে আই সি ইউ স্থাপনের দাবি জানানো হয়েছে। আরো উদ্বেগের বিষয় হচ্ছে গত দুইদিন যাবত কিটের অভাবে নারায়ণগঞ্জে করোনা শনাক্তের কার্যক্রম বন্ধ রয়েছে। যে শহরে করোনা শনাক্তের হার বেশি সেখানে কিটের অভাবে করোনা শনাক্তের কার্যক্রম বন্ধ থাকায় নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সাথে সাথে অতি দ্রুত নারায়ণগঞ্জ পর্যাপ্ত কিট সরবরাহ এবং করোনা শনাক্তের কাজ পুনরায় শুরু করার দাবি জানানো হচ্ছে।