খোরশেদ ও তার স্ত্রী লুনার জন্য মাওলানা মঈনুদ্দিনের দোয়া
করোনা ভাইরাসে দেশে বিদেশে আলোচিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর বিএনপি নেতা মাকসুদুল আলম খন্দকার খোরশেদ ও তার স্ত্রী আফরোজা খন্দকার লুনাকে আল্লাহ শেফায়ে কামেলা দান করুন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে খোরশেদ ও তার স্ত্রী আফরোজা খন্দকার লুনার জন্য এই দোয়া করেন। মহানগরীর আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ বলেন, দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার শুরু থেকেই তোমাদের ভুমিকার জন্য আল্লাহ তা’য়ালা তোমাদের জাজায়ে খায়ের দান করুন। আমিন।
উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির পাশে যখন স্বজনরাও থাকছে না তখন কাউন্সিলর খোরশেদ ও তার দল একের পর এক মৃতদেহ কবরস্থ করেন। শুধু তাই নয়, এই সময় নানাভাবে অসহায় মানুষের পাশে ছিলেন খোরশেদ। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে খোরশেদ এবং তার স্ত্রী রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। ভাই এই সংবাদ টা ওয়েব এ দিতে হবে প্লিজ