কেরালায় বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ
ভারতের কেরালায় বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ৮ আগস্ট প্রদত্ত এক শোকবাণীতে বলেন, “ভারতের কেরালা রাজ্যের উপকূলীয় শহর কোঝিকোড়ে শুক্রবার সন্ধ্যায় দুবাই থেকে আসা একটি যাত্রীবাহী উড়োজাহাজ অবতরণের সময় দুর্ঘটনার শিকার হয়। এ দুর্ঘটনায় ২ জন পাইলটসহ ২০ জন যাত্রী নিহত হয়েছেন। ১৯০ জন আরোহীর মধ্যে প্রায় সকলেই আহত হয়েছেন। আহতদের মধ্যে ১১২ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ১৫ জনের অবস্থা গুরুতর বলে আন্তর্জাতিক মিডিয়ায় খবর প্রচারিত হয়েছে। এ মর্মান্তিক দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, আমরা তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি। নিহতদের পরিবার ও ভারত সরকারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।”