কেন্দ্রীয় নেতৃবৃন্দকে জামিন পাওয়া সত্ত্বেও মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আটকের তীব্র নিন্দা ও আটকৃত নেতা কর্মীর নিঃশর্ত মুক্তির দাবি- অধ্যাপক মুজিবুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের পাবনা জেলার ঈশ্বর্দী ও আটঘরিয়া উপজেলা নিয়ে গঠিত জাতীয় সংসদের আসন নং ৭১, (পাবনা-৪) এর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন নয়। বর্তমান সরকারের প্রতি জনগণের কোনো আস্থা নেই। বর্তমান জালেম সরকার জনগণকে কথা বলার কোনো সুযোগ দিচ্ছে না। জনগণের প্রতিনিধিত্বকারী দল জামায়াতে ইসলামীকে মিছিল-মিটিং, সভা-সমাবেশ করা তো দূরের কথা ঘরোয়া বৈঠকসহ কোনো ধরনের বৈঠক করার সুযোগই দিচ্ছে না। পরিস্থিতি আজ এমন হয়েছে যে, বিরোধী দলের নেতাকর্মীদের অব্যাহতভাবে বিনা কারণে গ্রেফতার করে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দিয়ে জেলে আটকে রাখছে।
তিনি আরো বলেন, দেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ সংগ্রাম করতে হবে এবং কেয়ারটেকার সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ সংগ্রাম অব্যাহত রাখতে হবে। পাশাপাশি নির্বাচনের জন্য মাঠে-ময়দানে সক্রিয় ভূমিকা পালন করতে হবে এবং এখন থেকেই সার্বিক প্রস্তুতি গ্রহণ করতে হবে।
বিশেষ অতিথি সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, এ বছর আন্দোলন ও নির্বাচনের বছর। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে গড়ে ওঠা আন্দোলনে যথাযথ ভূমিকা পালনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। জামায়াতের কর্মী হিসেবে নিজেদেরকে নৈতিক ও চারিত্রিক মানে উন্নীত করতে হবে।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরো বলেন, মাওলানা মতিউর রহমান নিজামী ও মাওলানা আবদুস সুবহান (রাহিমাহুল্লাহ) এর পদচারিত ও স্মৃতি-বিজড়িত এ ময়দানে আমাদেরকে বিজয় অর্জনে নিরলস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
২২ মে সোমবার জেলা জামায়াতের নায়েবে আমীর ও আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জহিরুল ইসলামের সভাপতিত্বে ও জেলা কর্মপরিষদ সদস্য জনাব গোলাম রব্বানী খানের সঞ্চালনায় ভার্চুয়ালি অনুষ্ঠিত কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন জেলা আমীর ও পাবনা-৪ আসনের নমিনি অধ্যাপক আবু তালেব মন্ডল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জনাব মঞ্জরুল ইসলাম, বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, জেলা সেক্রেটারি ও পাবনা-৫ আসনের নমিনি অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হুসাইন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আবু সালেহ মোঃ আব্দুল্লাহ ও অধ্যাপক মাওলানা আবদুল গাফ্ফার খান, পাবনা জেলা শ্রমিক কল্যাণের সভাপতি অধ্যাপক রেজাউল করিম, শিবিরের পাবনা জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম, ঈশ্বর্দী উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক নূরুজ্জামান প্রমাণিক ও আটঘরিয়া উপজেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা আমিরুল ইসলাম প্রমুখ।