কুরআনের সমাজ প্রতিষ্ঠা না হলে ঈদের আনন্দ অর্থহীন হয়ে থাকবে : মাওলানা মাঈনুদ্দীন আহমদ
Bangladesh Jamaat-e-Islami এর কেন্দ্রীয় কর্মপরিষদ এর অন্যতম সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-নারায়ণগঞ্জ মহানগরী শাখার সম্মানিত আমীর, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মাওলানা মঈন উদ্দিন আহমেদ বলেছেন, “ইসলামী সমাজ প্রতিষ্ঠা না হলে, কোরআনের বিধান অনুযায়ী দেশ পরিচালিত না হলে ঈদের আনন্দ অর্থহীন হয়ে থাকবে। কারণ যারা রমজান মাসে ৩০ টি রোজা রেখেছে, না খেয়ে অভুক্ত থেকেছে সেই রোজাদারদেরই একটি শ্রেণী যখন প্রকাশ্য ঢোল তবলা নিয়ে নৃত্য করে অশ্লীলতায় লিপ্ত হতে পারে তাহলে রোজার সার্থকতা কোথায় থাকে? তাই কুরআনের সমাজ বিনির্মাণ হলেই কেবল মানুষ রমজান এবং মুসলমানের করণীয় সম্পর্কে সঠিক অনুধাবন করতে সক্ষম হবে। আর যতদিন পর্যন্ত না মানুষের মাঝে কোরআনের সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে আত্মনিয়োগ করা যাবে ততক্ষণ পর্যন্ত এই ঈদের আনন্দ অর্থহীন হয়ে থাকবে।”
তিনি আজ বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ উত্তর থানার উদ্যোগে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। থানা আমীর জনাব আবু তালহার সভাপতিত্বে এবং থানার সহকারী সেক্রেটারী আবুল কালাম আজাদ এর পরিচালনায় নগরীর “প্রেরণা মিলনায়তনে” অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর তথ্য ও প্রযুক্তি ও পরিকল্পনার বিভাগের বিভাগীয় সেক্রেটারী ও মহানগরীর কর্মপরিষদ সদস্য জনাব আবদুল্লাহ খান। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন থানা সেক্রেটারী ও মহানগরীর মজলিসে শূরার সদস্য জনাব মাওলানা মুজিবুর রহমান শেখ, থানার কর্মপরিষদের সদস্য আলহাজ্ব মনির হোসেন ও আলহাজ্ব শিহাব উদ্দিন, ওয়ার্ড সভাপতি খোরশেদ আলম, ফরহাদুজ্জামান, সিদ্দিকুর রহমান প্রমুখ।