কাজী মোঃ ইয়াসিনের মৃত্যুতে মাওলানা মঈনুদ্দিন আহমদের শোক ও সমবেদনা প্রকাশ
বাংলাদেশ জামায়াত ইসলামী, নারায়ণগঞ্জ জেলা শাখার ফতুল্লা উত্তর থানার কর্মপরিষদের সম্মানিত সদস্য এবং ইসলামী ছাত্রশিবির, নারায়ণগঞ্জ পৌরসভা শাখার সাবেক সভাপতি কাজী মোঃ ইয়াসিন ২ অক্টোবর রাত ১০টায় হার্ট অ্যাটাক করে ঢাকা একটি হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর মৃত্যুতে গভীর শোক সমবেদনা প্রকাশ করে এক বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদের সম্মানিত সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী – নারায়ণগঞ্জ মহানগরী শাখার আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ ।
এক শোক বানিতে তিনি বলেন যে, “কাজী মোঃ ইয়াসিন ছাত্র জীবন থেকেই দ্বীন কায়েমের সংগ্রামে নিয়োজিত ছিলেন এবং মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইসলামের একজন খাদেম হিসেবে কাজ করে গেছেন। নারায়ণগঞ্জের অলি-গলিতে তার দ্বীনি দাওয়াতের প্রমান রয়েছে। আমি তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি এবং আল্লাহর কাছে দোয়া করছি
মহান রাব্বুল আলামিন যেন তাঁর জীবনের সকল গুনাহ্গাতা মাফ করে নেক আমল গুলো কবুল করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। ”
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।