করোনা ভাইরাস থেকে আরো সতর্ক থাকার জন্য নগরবাসীর প্রতি মহানগরী জামায়াত আমিরের আহ্বান

নারায়ণগঞ্জ সহ সারাদেশে মহামারী করোনা ভাইরাসে আক্রান্তের হার কমে যায়নি বরং আরো বেড়েছে। এই অবস্থায় জামায়াতের সর্বস্তরের নেতাকর্মী ও নগরবাসীকে আরো বেশি সাবধানতা ও সর্তকতা অবলম্বন করার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মঈন উদ্দিন আহমাদ। তিনি বলেন, ঢাকার পরে আক্রান্তের দিক থেকে দ্বিতীয় শহর নারায়ণগঞ্জে করোনা ভাইরাসের আক্রান্তের ও মৃত্যুর হার এখনো কমেনি বরং দিন দিন বেড়েই চলেছে। এমতাবস্থায় আমাদের কাজকর্ম, চলাফেরা এবং অফিস-আদালতে সর্বোচ্চ সতর্কতা ও সাবধানতার সাথে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রতিদিনই নারায়ণগঞ্জসহ সারাদেশে রেকর্ডসংখ্যক মানুষ এ ভাইরাসে আক্রান্ত হচ্ছে এবং উল্লেখযোগ্য সংখ্যক মানুষ মৃত্যুবরণ করছে। সর্বশেষ তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জে ৪৫৩০ জন আক্রান্ত এবং ১০০ জন মানুষ মৃত্যুবরণ করেছেন মহামারী এ ভাইরাসে। এমতাবস্থায় আমাদের সকলের সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলা খুবই জরুরী। সাথে সাথে আমাদের সকলেরই আল্লাহর উপর তাওয়াক্কুল বৃদ্ধি ও তার কাছে সাহায্য চাওয়া জরুরী হয়ে পড়েছে। কারণ একমাত্র আল্লাহ রাব্বুল আলামীনই আমাদের এ মহামারী থেকে মুক্তি দিতে পারেন। তিনি ঘরের বাইরে যাওয়ার সময় মাস্ক ব্যবহার করা, বেশি বেশি হাত ধোয়া এবং হ্যান্ডসেনিটাইজার ব্যবহার করতে নগরবাসিকে পরামর্শ দেন।