করোনায় আক্রান্ত অধ্যাপক সোলায়মান চৌধুরীর সুস্থতা কামনায় মাওলানা মাঈনুদ্দীন আহমাদের দোয়া
সরকারী তোলারাম কলেজের একাউন্টটিং বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক সোলায়মান চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি আছেন। তার সুস্থতা কামনা করে আজ গণমাধ্যমে এক বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা মাঈনুদ্দীন আহমাদ।বিবৃতিতে জনাব মাওলানা মঈন উদ্দিন আহমেদ বলেন ”আমরা জানতে পেরেছি করোনায় আক্রান্ত বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সোলাইমান চৌধুরী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। আমি তার রোগ মুক্তির জন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করছি এবং তিনি ও তার পরিবার যাতে এই কঠিন পরিস্থিতিতে সবর করতে পারেন সেজন্য আল্লাহর তৌফিক কামনা করি ।”