একজন ধর্মপ্রাণ ব্যক্তিকে তার মায়ের জানাযায় অংশগ্রহণের সময় হাতকড়া ও ডান্ডাবেড়ি পরানোর ঘটনা দেশের ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে আঘাত করেছে
গাজীপুরে আলী আজম নামে একজন বিএনপি নেতাকে মায়ের জানাযায় হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে নেয়ার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ২২ ডিসেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।
বিবৃতিতে তিনি বলেন, “গত ২০ ডিসেম্বর গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার আলী আজম নামে একজন বিএনপি নেতাকে তার মায়ের জানাযায় হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিহিত অবস্থায় অংশগ্রহণ করতে দেয়া হয়। জানাযা পড়ানো অবস্থায়ও তার হাতকড়া ও ডান্ডাবেড়ি খুলে দেয়া হয়নি। যা ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকারের চরম লঙ্ঘন। আমরা সরকারের এই ন্যক্কারজনক আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি।
দেশের সংবিধান ও আইন অনুযায়ী অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে দোষারোপ করা যায় না। রাজনৈতিক মিথ্যা মামলা দিয়ে কারো সাংবিধানিক ও ধর্মীয় অধিকারের উপর হস্তক্ষেপ করা সম্পূর্ণ অন্যায়, অনৈতিক। একজন ধর্মপ্রাণ ব্যক্তিকে তার মায়ের জানাযায় অংশগ্রহণের সময় হাতকড়া ও ডান্ডাবেড়ি পরানোর ঘটনা দেশের ধর্মপ্রাণ মানুষের হৃদয়ে আঘাত করেছে। যা অত্যন্ত দুঃখজনক।
আমরা এ ধরনের অনৈতিক ও অমানবিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহবান জানাচ্ছি।”