উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম গুরুতর আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা
দুর্বৃত্তের হামলায় দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম গুরুতর আহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ৩ সেপ্টেম্বর প্রদত্ত এক বিবৃতিতে বলেনঃ-
“দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার পিতা ওমর আলীর উপর গত রাত ৩টায় একদল দুর্বৃত্ত হামলা করে। এতে তারা গুরুতর আহত হয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের অবস্থা আশঙ্কাজনক। একজন ইউএনও তার সরকারি বাসভবনে নিরাপদে থাকতে পারছেন না। এ থেকেই বুঝা যায় দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির কী সাংঘাতিক অবনতি হয়েছে! জনমনে আজ এক বিরাট প্রশ্ন তিনি কী কোনো প্রভাবশালী মহলের প্রতিবন্ধক হয়ে পড়েছিলেন? যার জন্য তাকে কারো রোষানলে পড়তে হলো। আমরা এ ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি।
সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যম এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”