15 49.0138 8.38624 arrow 0 both 0 4000 1 0 horizontal https://bjingm.org 300 4000 - 0

ঈদুল আযহার প্রকৃত শিক্ষাই হচ্ছে ত্যাগও কুরবানী- মাওলানা মঈন উদ্দিন আহমদ

বাংলাদেশ জামায়াত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-নারায়ণগঞ্জ মহানগরী শাখার সম্মানিত আমীর মাওলানা মঈন উদ্দিন আহমদ বলেছেন, ঈদুল আযহার প্রকৃত শিক্ষা হচ্ছে ত্যাগ ও কুরবানী। একজন মুসলমানের জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর রাহে সময়ের কোরবানি, অর্থের কোরবানি, আরামের কোরবানি,সুযোগ সুবিধার কোরবানি, মতামতের কোরবানি, অন্তরের সকল পশুত্বের কোরবানি, বড়ত্ব ও শ্রেষ্ঠত্বের কোরবানীর মধ্যেই আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং পরকালের মুক্তি নিহিত রয়েছে। এই ত্যাগ এবং কোরবানি করতে ব্যর্থ হলে পরকালের সকল কিছুই ব্যর্থতায় পর্য ভুষিত হবে। তাই হযরত ইব্রাহিম আলাইহি সালাম এর ত্যাগ এবং এই কোরবানির দৃষ্টান্ত আমাদের সকলের জন্য এক বিশাল উদাহরণ। তিনি আজ বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ উত্তর থানার উদ্যোগে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য একথা বলেন। মহানগর কর্মপরিষদের সদস্য এবং উত্তর থানা আমির জনাব আবু তালহার সভাপতিত্বে এবং থানার নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান শেখ এর পরিচালনায় “প্রেরণা” মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের সূরার সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি এবং নারায়ণগঞ্জ মহানগরীর নায়েবে আমীর জনাব মোঃ Abdul Zabbar । অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরের সম্মানিত সেক্রেটারি জনাব মাওলানা আবু রাকিব ও সহকারী সেক্রেটারী জনাব আব্দুল্লাহ রেদওয়ান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ৮ নম্বর ওয়ার্ড সভাপতি জনাব মোঃ রুহুল আমিন, ১১ নম্বর ওয়ার্ডের সভাপতি জনাব খোরশেদ আলম এবং ১০ নং ওয়ার্ডের সভাপতি কে এম সিদ্দিকুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান বক্তা জনাব আব্দুল জব্বার বলেন, “প্রতিবছর আমাদের কাছে ঈদুল আযহা আসে এবং যায় তার সত্যিকারের শিক্ষা আমরা গ্রহণ করতে পারি নাই তাই আজকে ব্যক্তিগত জীবন সমাজ জীবনে সফল হতে পারছি না। সর্ব পর্যায়ে আমরা মত সফল হতে চাই হযরত ইব্রাহিম আলাই সাল্লাম এর মত আল্লাহর সকল নির্দেশকে যথাযথভাবে অনুসরণ এবং অনুকরণ করে আমাদের দায়িত্ব পালন করতে হবে।”