আসুন চিৎকার দিয়ে বলি, অনেক হয়েছে!! এবার থাম, থামতেই হবে!
এম সি কলেজের লজ্জাজনক ও ঘৃণিত কাজের দগদগে ঘা এখনো শুকায়নি। নোয়াখালীর বেগমগঞ্জে পশুদের উন্মত্ততা জাতিকে আবার ধাক্কা দিল। না, আমাদের মা-বোনেরা ঘরে-বাইরে একেবারেই নিরাপদ নন। তাহলে কি জাতি হিসেবে আমরা পুরোপুরি ব্যর্থ? এই ব্যর্থতার দায় জাতিই-বা নিবে কেন? জোর করে যারা ক্ষমতায় বসে আছেন তাদের কাজ কি? ধর্ষক আর দুর্নীতিবাজদের যদি দমন করতে না-ই পারে। যদি দমন না করে লালন-পালন ও পুরস্কৃত করা হয় তাহলে এই মহামারি তো ছড়িয়ে পড়বেই। তার সাথে আগুনে ঘি ঢালছে সিরিয়াল আর শর্টফিল্মের নামে চরিত্র হননের সুড়সুড়ি আর নোংরামি।
আসুন, মায়ের ইজ্জত, বোনের ইজ্জত ও দেশের ইজ্জত রক্ষায় বুক চেতিয়ে দাঁড়িয়ে যাই। ধর্ষক আর দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। চিৎকার দিয়ে বলি, অনেক হয়েছে। এবার থাম, থামতেই হবে।
লেখক-ডা. শফিকুর রহমান
আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামী।