আল্লাহ তা’আলা মানুষকে পড়তে হুকুম দিয়েছেন- মাওলানা মঈনুদ্দিন আহমাদ
মানুষকে আল্লাহ তা’আলা সবার আগে মনযোগ দিয়ে পড়ালেখা করার হুকুম দিয়েছেন। তাই আমাদের অধ্যয়ন করতে হবে মহাগ্রন্থ আল কুরআন, আল হাদিস, ইসলামী সাহিত্য সহ অনন্য ইতিহাসের গ্রন্থ।
জ্ঞান আহরনের জন্য যত উৎস আছে সকল উৎস থেকে মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। এ জন্যই আল্লাহতায়ালা মানুষকে সর্বপ্রথম পড়ার হুকুম দিয়েছেন। । আজ শিহরণ সাহিত্য-সংস্কৃতি সংসদ কর্তৃক মহান ভাষা দিবস উপলক্ষে একুশে বইমেলার উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন আন নূর সোসাইটি নারায়ণগঞ্জের সভাপতি মাওলানা মঈনুদ্দিন আহমাদ । সংসদের সভাপতি জনাব মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মোঃ শিহাব উদ্দিন সহ অনান্য নেতৃবন্দ।