আল্লাহর দ্বীন বিজয়ের জন্য সকলকে নিজ নিজ অবস্থান থেকে প্রচেষ্টা চালানোর আহবান মহানগরী আমীরের
বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরীর অন্যতম থানা শাখা নারায়ণগঞ্জ পূর্ব থানার উদ্যোগে আয়োজিত ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই কথাগুলো বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী শাখার সম্মানিত আমীর মাওলানা মাঈনুদ্দীন আহমদ।তিনি কুরবানীর ত্যাগের চেতনাকে বুকে ধারণ করে কর্মীদের নিয়তের পরিশুদ্ধি, নামাজের প্রতি একাগ্রতা,পারস্পরিক মোয়ামেলাত উন্নত করা, দ্বীনি জ্ঞান অর্জন ও গীবত,পরনিন্দা ,পরচর্চা থেকে দূরে থাকা সহ আত্নিক পরিশুদ্ধি অর্জনের জন্য বিশেষভাবে তাগিদ দেন। তিনি সংগঠনের দাওয়াতকে গণমানুষের কাছে পৌছে একটি আদর্শ কল্যাণ রাষ্ট গঠনে সকলকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহবান জানান। থানা আমীর এ.এইচ.এম.এন উদ্দীনের সভাপত্বিত্বে থানার বিভিন্ন স্তরের দায়িত্বশীল সহ নেতাকর্মীরা ঈদ পুর্নমিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।