আলেয়া বেগম দুলালীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ
বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা শাখার কর্মপরিষদ সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি জনাব কাজী আবদুল মালেক শাহ-এর স্ত্রী আলেয়া বেগম দুলালী ৪৮ বছর বয়সে ২০ আগস্ট সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)। তিনি স্বামী, ৩ পুত্র ও ১ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন।
শোকবাণী
আলেয়া বেগম দুলালীর ইন্তিকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম ২০ আগস্ট ২০২০ এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, আলেয়া বেগম দুলালী সড়ক দুর্ঘটনায় ইন্তিকাল করায় আমি গভীর শোক প্রকাশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার জীবনের নেক আমলসমূহ কবুল করে তাকে জান্নাতুল ফিরদাউসে স্থান দান করুন।
শোকবাণীতে তার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা তাদেরকে এ শোকে ধৈর্য ধারণ করার তাওফিক দান করুন।
অপর এক যুক্ত শোকবাণীতে নীলফামারী জেলা শাখার আমীর ও সেক্রেটারি যথাক্রমে জনাব আবদুর রশিদ ও মাওলানা আবদুস সাত্তার গভীর শোক প্রকাশ করে বলেন, আমরা আলেয়া বেগম দুলালীর ইন্তিকালে সমবেদনা জ্ঞাপন করছি এবং তার জীবনের সকল নেক আমল কবুল করে তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করার জন্য এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার জন্য মহান আল্লাহর নিকট দোয়া করছি। আমীন।