আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ নারায়ণগঞ্জ মহানগরী জামায়াত আমীরের
আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিস শূরার সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-নারায়ণগঞ্জ মহানগরী শাখার আমীর মুহতারাম আবদুল জব্বার। তিনি বলেন‘‘
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে আইনশৃংখলা বাহিনী।
আজ গভীর রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে ডিবি পরিচয়ে তুলে নেয়া হয়েছে।
আমি এই অন্যায় গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের নিঃশর্ত মুক্তি দিতে হবে।
জামায়াতের পক্ষ থেকে গত ১০ ডিসেম্বর যুগপৎ আন্দোলন ঘোষনা ও ২৪ ডিসেম্বর থেকে তত্ত্বাবধায়ক সরকারসহ নানা দাবীতে জামায়াত মাঠে থাকার ঘোষণা দেয়ার পর এই ফ্যাসিষ্ট সরকারের কাপুনি ধরেছে। তারা ক্ষমতা হারানোর ভয়ে দিশেহারা। তাই অন্যায় ভাবে বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে গ্রেপ্তার করে নিপিড়ন চালিয়ে ক্ষমতায় টিকে থাকতে চায়।
প্রকৃত সত্য হলো জুলুমবাজী করে কেউ অতিতেও ক্ষমতায় টিকে থাকতে পারেনি, এই ফ্যাসিষ্ট ও টিকে থাকতে পারবেনা, ইনশাআল্লাহ।’’