15 49.0138 8.38624 arrow 0 both 0 4000 1 0 horizontal https://bjingm.org 300 4000 - 0

আধুনিক বিশ্বের সকল সংঙ্কট উত্তরণে রাসূল (ﷺ) আদর্শ অনুসরণই একমাত্র উপায়- ডাঃ শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত সীরাতুন্নবী (ﷺ) এর উপরে সীরাত পাঠ প্রতিযোগিতা-২০২০ এর ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাজধানীর একটি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর জননেতা ডা. শফিকুর রহমান।
ডা. শফিকুর রহমান বলেন, আধুনিক বিশ্বের সকল সংঙ্কট উত্তরণে রাসূল (ﷺ)-এর আদর্শ অনুসরণই একমাত্র উপায়। সকল সংঙ্কট মোকাবেলা করে বাংলার সবুজ ভূখন্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে চায়। সেই ধারাবাহিকতায় প্রত্যেক মুসলিমকে এই আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহবান জানাই।
ইনসাফ ভিত্তিক ইসলামী সমাজ ব্যবস্থা ছাড়া মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবেনা। তাই সকলের সম্মিলিত প্রচেষ্ঠায় ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ গঠনের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেয়া সম্ভব। তিনি এই কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধ হতে উদাত্ত আহবান জানান।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, মানারাত ইসলামী ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদিন। এছাড়াও আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় মজলিসে মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি আবদুল জব্বার, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সবুর ফকির, অধ্যাপক মোকাররম হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য কামাল হোসাইন প্রমুখ নেতৃবৃন্দ। উক্ত অনুষ্ঠানে জনশক্তি, শুধী-শুভাকাঙ্ক্ষীবৃন্দ অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে নূরুল ইসলাম বুলবুল বলেন, সর্বকালের সর্বক্ষেত্রে শ্রেষ্ঠ মানব প্রিয় নবী হযরত মুহাম্মদ (ﷺ)। তিনি মানবতার মূর্ত প্রতীক। আমাদের বাংলাদেশসহ পৃথিবীর যেসব সমস্যায় নিমজ্জিত, তার একমাত্র সমাধান দিতে পারে ইসলাম ও রাসূল (ﷺ)-এর সুন্নাহ। সাধারণ মানুষকে রাসূল (ﷺ)-এর সিরাতকে জানার ও বুঝার সুযোগ করে দিতেই আমাদের এই আয়োজন, ভবিষ্যতেও আমাদের এই আয়োজন অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। তিনি বিশ্ব মানবতার মুক্তির জন্য সবাইকে ইসলাম ও রাসূল সা:-এর সুমহান আদর্শের দিকে ফিরে আসার আহ্বান জানান।
সিরাত পাঠ প্রতিযোগিতা ২০২০ এ ৩টি গ্রুপে বিজয়ী ১৫ জনকে নগদ অর্থসহ সিরাতগ্রন্থ এবং বিশেষ পুরুস্কার প্রাপ্ত ১৫ জনকে সিরাতগ্রন্থ পুরুস্কার প্রদান করা হয়।
May be an image of 1 person and text that says 'ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াত আয়োজিত সীরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমীরে জামায়াত আধুনিক বিশ্বের সকল সংস্কট উত্তরণে উত্ত রাসূল (সঃ) আদর্শ অনুসরণই একমাত্র উপায় -ডাঃ শফিকুর রহমান'