অসুস্থ জামায়াত নেতা জনাব শাহজালালের শয্যারপাশে জনাব মাঈনুদ্দীন আহমাদ
বাংলাদেশে জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় মজলিস শূরার সদস্য ও অবিভক্ত ডেমরা থানার সাবেক আমীর জনাব শাহজালাল গুরতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আজ জনাব শাহজালাল সাহেবের সর্বশেষ শারীরিক অবস্থার খোঁজ খবর নেওয়ার জন্য হাসপাতালে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-নারায়ণগঞ্জ মহানগরী শাখার আমীর মাওলানা মাঈনুদ্দীন আহমদ। জনাব মাঈনুদ্দীন আহমদ অসুস্থ জনাব শাহজালাল সাহেবের শয্যারপাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং দ্বীন কায়েমে জনাব শাহজালালের ত্যাগ ও কুরবানির কথা স্মরণ করে তাঁর আশু রোগমুক্তির জন্য মহান মনিবের দরবারে কায়মনোবাক্যে ফরিয়াদ জানান। জনাব মাঈনুদ্দীন আহমদ সংগঠনের সকল স্তরের জনশক্তি সহ দেশবাসীকে জামায়াত নেতা জনাব শাহজালালের জন্য দোয়া করার আহবান জানান। এইসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী – নারায়ণগঞ্জ মহানগরীর মাজলিসে শূরার সদস্য ও সিদ্ধিরগঞ্জ দক্ষিণ সাংগঠনিক থানার আমীর আলহাজ্ব কফিল উদ্দীন, থানা সেক্রেটারী আবদুল গফুর, থানা সহকারী সেক্রেটারী ও সাবেক ছাত্রনেতা সাদ আহমদ সহ অনন্য দায়িত্বশীলবৃন্দ।