15 49.0138 8.38624 arrow 0 both 0 4000 1 0 horizontal https://bjingm.org 300 4000 - 0

অসহায় ও দুস্থ মানুষের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দেয়াই রোজার শিক্ষা- মাওলানা মঈনুদ্দিন আহমাদ

সমাজ থেকে দারিদ্রতা দূরীকরণের জন্য সমাজের অসহায় ও দুস্থ মানুষের প্রতি সহানুভূতির হাত বাড়িয়ে দেয়ায় রোজার শিক্ষা। আসুন আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী দুস্থ মানুষের সেবায় এগিয়ে আসি। বাংলাদেশ জামায়াতে ইসলামী, নারায়ণগঞ্জ মহানগরী শাখার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বাংলাদেশে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার অন্যতম সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী শাখার আমীর মাওলানা মঈনুদ্দিন আহমাদ উপরোক্ত কথা বলেন। তিনি এসময় আরো বলেন, রোজা রাখার মাধ্যমে মানুষ তাকওয়ার গুনাবলী অর্জন করতে শিখে, অন্যায়, অবিচার ও দূর্নীতি পরিত্যাগ করতে শিখে। রোজা মানুষকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে, একে অন্যের দুঃখ-দূর্দশায় এগিয়ে আসতে শিখায়। তিনি বলেন, যারা রোজার শিক্ষার আলোয় আলোকিত হবে তাদের দ্বারাই সম্ভব ইসলামের আলোকে ন্যায় ও ইনসাফভিত্তিক একটি সমাজব্যবস্থা কায়েম করা, যে সমাজে মানুষ ফিরিয়ে পাবে তাদের মৌলিক অধিকার। তিনি সেই আদর্শ সমাজ গঠনে এগিয়ে আসার জন্য সমাজের সকল স্তরের মানুষের প্রতি আহ্বান জানান।