অসচ্ছল রোজাদার পরিবারে সাহরি ও খাদ্য সামগ্রী বিতরণ নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগরীর উদ্যোগে অস্বচ্ছল রোজাদার ভাই-বোনদের মাঝে সাহারি ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার। প্রধান অতিথির বক্তব্যে জনাব আবদুল জব্বার বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ আজ দিশেহারা। কিন্তু আমাদের সরকার এদিকে কোন মনোনিবেশ নেই। বাজারের সরকারের কোন মনিটরিং নেই। যে যেভাবে পারছে সেভাবে দ্রব্যমূলের দাম রাখছে। আমরা আপনাদের জন্য সামান্য কিছু নিয়ে হাজির হয়েছি মাত্র। এটা বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে মাহে রমজানে আপনাদের জন্য উপহার । আপনারা কষ্ট করে এখানে এসে এগুলো গ্রহণ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
এই সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি আবু আব্দুল্লাহ আল জাবের, নারায়ণগঞ্জ উত্তর থানা আমীর জনাব এ.কে আজাদ, সেক্রেটারী জনাব মোঃ মনির হোসাইন, সিদ্ধিরগঞ্জ পূর্ব থানার মোঃ রিপন সহ অন্যান্য নেতৃবৃন্দ।