15 49.0138 8.38624 arrow 0 both 0 4000 1 0 horizontal https://bjingm.org 300 4000 - 0

অভাবের তাড়নায় আত্নহত্যাকারী তাহেরের স্ত্রীকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিল বাংলাদেশ জামায়াত ইসলামী

কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার ছাতিরচর গ্রামের পূর্বপাড়ায় অভাবের তাড়নায় আত্নহত্যাকারী আবু তাহেরের স্ত্রী মমতার প্রতি প্রথম সহযোগিতার হাত বাড়িয়ে দিল জামায়াতে ইসলামী। মমতার অসহায় পরিবারের জন্য থাকার রূমসহ একটি দোকানঘর নির্মাণ করে কর্মসংস্হানের ব্যবস্হা করেছে জামায়াত। মমতা পেয়েছে মাথা গোঁজার ঠাই। সম্প্রতি দোকানঘর নির্মাণকাজ সম্পন্ন হয়। দোকানঘর দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্ভোধন করেন কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মু, রমজান আলী। বিশেষ অতিথি ছিলেন ছাতিরচর ইউপি চেয়ারম্যান মো, জামাল উদ্দিন, সাংবাদিক শামছুল আলম সেলিম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এম এইচ লোকমান। উপস্হিত ছিলেন জামায়াতের উপজেলা সেক্রটারী মু, আবুল হোসেন, মাওঃ নাসির উদ্দিন রুবেল, মু, হাবিবুর রহমান, মু, বুলবুল মিয়া, মু, জসিম উদ্দিন, মেহেদী হাসান মুক্তা, হিমেল প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাওঃ মু, তাইজ উদ্দিন। কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক মু, রমজান আলী মরহুম আবু তাহেরের স্ত্রী মমতাকে নগদ অর্থ সাহায্য প্রদান করেন। বিপদ মুসিবতের এ সময় তাকে আর্থিক সাহায্য প্রদান করায় মমতা জামায়াতের কৃতজ্ঞতা স্বীকার করেন। তিনি দুই মেয়ে সন্তান সুমাইয়া( ১৮) ও মানসুরা( ৩) কে নিয়ে ভালভাবে বসবাস করার আশাবাদ ব্যক্ত করেন এবং এলাকার মানুষের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য যে, আবু তাহের অসুস্হ অবস্হায় কাজ করতে না পেরে এবং অভাব অনটন সহ্য করতে না পেরে বিগত ৪ঠা মে ফেসবুকে আবেগঘন স্টেটাস দিয়ে ফাঁসিতে ঝুলে আত্নহত্যা করে।পত্র পত্রিকা, ফেসবুকে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ঘটনাটি কেন্দ্রীয় জামায়াত নেতাদের নজরে আসে। তাঁরা কিশোরগঞ্জ জামায়াত নেতৃবৃন্দকে ঘটনা তদন্ত করে অবহিত করার অনুরোধ জানান। বিগত ৭ই মে সরেজমিনে পরিদর্শন করে জেলা থেকে কেন্দ্রকে জানানো হয়। কেন্দ্রীয় নেতৃবৃন্দ অসহায় পরিবারটির আয় রোজগারের জন্য থাকার রুমসহ একটি দোকানঘর নির্মাণের ব্যবস্থা করেন।