15 49.0138 8.38624 arrow 0 both 0 4000 1 0 horizontal https://bjingm.org 300 4000 - 0

অবিলম্বে পল্টন হত্যাকাণ্ডের অপরাধীদের বিচার করতে হবে-মুহাম্মদ আবদুল জব্বার

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা অন্যতম সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী-নারায়ণগঞ্জ মহানগরীর সম্মানিত নায়েবে আমীর ও সাবেক ছাত্রনেতা মুহাম্মদ আবদুল জব্বার বলেছেন যে, অবিলম্বে ২০০৬ সালের ২৮ শে অক্টোবরে রাজধানী ঢাকার পল্টনে হত্যাসহ সারাদেশে অন্যায় ভাবে জামায়াতে ইসলামী, ইসলামী ছাত্রশিবিরসহ সকল নিরাপদ মানুষের হত্যাকাণ্ডের বিচার সরকারকেই করতে হবে। অন্যতায় জাতি ধরে নিবে যে, ২৮ অক্টোবর হত্যাকাণ্ডের সাথে আওয়ামী লীগ সরকার সরাসরি জড়িত ছিল। তিনি বলেন যে, ২৮ শে অক্টোবরে হত্যাকাণ্ডের মাধ্যমে সারাদেশে যে হত্যাযজ্ঞ শুরু করেছিল আওয়ামী লীগ সরকার তার ধারাবাহিকতা আজও বন্ধ হয়নি। আজ রাজপথ, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও সর্বস্তরে আওয়ামী লীগের সেই হত্যাযজ্ঞ অব্যাহত আছে। তিনি নারায়ণগঞ্জের বাসীকে এই জালিম স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হওয়ার এবং প্রতিবাদী হওয়ার আহ্বান জানান। তিনি আরো বলেন যে, এ হত্যাযজ্ঞের মাধ্যমে জালিম সরকার এদেশের মানুষকে দামিয়ে রেখে  আবারও ক্ষমতার মসনদে বসার স্বপ্ন দেখছে। কিন্তু বাংলার তৌহিদী জনতা তার সেই স্বপ্ন পূরণ হতে দেবে না। তিনি আজ সকালে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে এ কথা বলেন।

শহরের মন্ডলপাড়া ব্রিজ এলাকা থেকে মিছিলটি শুরু হয় দুই নম্বর রেলগেট এর দিকে অগ্রসর হয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী – নারায়ণগঞ্জ মহানগরীর সহকারী সেক্রেটারি  আবু আব্দুল্লাহ আল জাবের, মহানগর কর্ম পরিষদের সদস্য এডভোকেট মাইনুদ্দিন মিয়া, ইসলামী ছাত্রশিবির নারায়ণগঞ্জ মহানগরীর সম্মানিত সভাপতি জনাব মোঃ শফিউল্লাহ, মহানগর কর্মপরিষদের সদস্য এবং উত্তর থানার আমির আবু তালহা, মহানগর কর্ম পরিষদের সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের নারায়ণগঞ্জ মহানগরীর সভাপতি হাফেজ আব্দুল মোমিন, সিদ্ধিরগঞ্জ দক্ষিণ থানা আমির আলহাজ্ব কফিল উদ্দিন আহমদ, বন্দর উত্তর থানা আমীর, নারায়ণগঞ্জ পূর্ব থানার সহকারী সেক্রেটারি সরোয়ার হোসাইন, বন্দর দক্ষিণ থানার সহকারী সেক্রেটারি কাজী রেদওয়ানুল হক মামুন প্রমুখ নেতৃবৃন্দ।