অধ্যক্ষ মুহাম্মাদ ইজ্জত উল্লাহকে জেলগেট থেকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মাদ ইজ্জত উল্লাহকে কারাগার থেকে বের হওয়ার পূর্ব মুহূর্তে সাজানো মিথ্যা মামলায় আটক করে রাখার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ২ ডিসেম্বর নিম্নোক্ত বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, “গত ৬ সেপ্টেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মাদ ইজ্জত উল্লাহসহ ৯ জন নেতাকে এ সরকার গ্রেফতার করে। গ্রেফতারের পর তাদেরকে সন্ত্রাস বিরোধী আইনে মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়। ২ ডিসেম্বর অধ্যক্ষ ইজ্জত উল্লাহ মহামান্য হাইকোর্ট থেকে জামিন প্রাপ্ত হন। আমরা আশা করেছিলাম উচ্চ আদালতের প্রতি সম্মান প্রদর্শন করে তাঁকে দ্রুত মুক্তি দেওয়া হবে। কিন্তু তাঁর বের হওয়ার সকল আনুষ্ঠানিকতা সম্পন্নের মুহূর্তে অন্য একটি মিথ্যা মামলায় সম্পুর্ণ অন্যায়ভাবে তাঁকে কারাগারে আটকিয়ে রাখা হয়। এটা আইন ও আদালতের প্রতি অশ্রদ্ধা ও অবজ্ঞা প্রদর্শনের শামিল। আমরা সরকারের এই অন্যায়, অযৌক্তিক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
অধ্যক্ষ ইজ্জত উল্লাহসহ গ্রেফতারকৃত সকল নেতা-কর্মীকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।”