অগ্নিদগ্ধ ইউনিট সেক্রেটারী জাকারিয়া মাহমুদের ইন্তেকালে মহানগরী জামায়াত নেতৃবৃন্দের গভীর শোক
বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ পশ্চিম থানার ৯ নং এনায়েত নগর ইউনিয়নের ইউনিট ব্যাংক টাউন ইউনিটের সেক্রেটারি জনাব মোঃ জাকারিয়া মাহমুদ গতকাল অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর আগে জনাব জাকারিয়া মাহমুদ ও একই ইউনিটের বায়তুলমাল সম্পাদক জনাব মোঃ সজীব মাহমুদ গত ২২ শে ফেব্রুয়ারী কাঁচপুরের এক কন্ট্রাকটরের বাড়িতে গ্যাস বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে ভর্তি ছিলেন।
জামায়াত নেতা জনাব জাকারিয়া মাহমুদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে গতকাল গণমাধ্যমে যৌথ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী-নারায়ণগঞ্জ মহানগরী শাখার আমীর জনাব Abdul Zabbar ও মহানগরীর সেক্রেটারী মাওলানা আবু রাকিব। বিবৃতিতে তাঁরা মরহুম জাকারিয়া মাহমুদ ভাইয়ের রুহের মাগফেরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করার পাশাপাশি আল্লাহর যেন দ্বীন প্রতিষ্ঠায় মরহুম জাকারিয়া মাহমুদের সকল প্রচেষ্টাকে কবুল করে নিয়ে এবং তাঁর জীবনের সকল ভুল ভ্রান্তি ক্ষমা করে দিয়ে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন সেজন্য মহান রবের দরবারে কায়মনোবাক্যে ফরীয়াদ করেন। এছাড়া অগ্নিদগ্ধ হয়ে এখনো চিকিৎসাধীন সজীব মাহমুদ ভাই যেন দ্রুত আরোগ্য লাভ করেন সেইজন্য দেশবাসীকে দোয়া করার জন্য নেতৃবৃন্দ আহবান জানান